‘মানবাধিকার লঙ্ঘনকে অপপ্রচারের হাতিয়ার বানাচ্ছে বিএনপি’

691
শেয়ার করতে ক্লিক করুন

মানবাধিকার লঙ্ঘনকে রাজনৈতিক অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে জানিয়েছে, আওয়ামী লীগের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান ররি মুনগোবেনের সাথে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বৈঠক করেন ক্ষমতাসীন দলের নেতারা। এসময় মানবাধিকার নিয়ে যারা প্রশ্ন তুলছে, তাদের নিরপেক্ষতা যাচাইয়ের আহ্বান জানানো হয়।

বৈঠক শেষে তারা জানান, বিশ্বের সব দেশে মানবাধিকার নিয়ে অনেক সমস্যা আছে। মানবাধিকার সমস্যা সমাধানে তারা বাংলাদেশের সাথে কাজ করতে চায়।

বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নে জাতিসংঘের প্রতিনিধি দলটি বাংলাদেশের প্রশংসা করেছে বলে জানায় আওয়ামী লীগ।

শেয়ার করতে ক্লিক করুন