পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চায় বিএনপি

2682
BNP Fakhrul
শেয়ার করতে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে বিএনপি। শুক্রবার (১৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দল এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চান।

ফখরুল বলেন, আওয়ামী লীগের সমাবেশে বিএনপির উদ্দেশ্যে বড় বড় নেতারা হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন। এরপর আবার পররাষ্ট্রমন্ত্রী কেনো ক্ষমতায় টিকে থাকতে ভারতের সহায়তা চায়। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ স্বাধীন দেশ থাকবে কিনা। এ প্রশ্ন কেনো আসছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে। ভোটের অধিকার, লুটপাট ডাকাতি করে জনগণের পেটে হাত দিয়েছে। এমন কোনো জিনিস নাই যেটার দাম বাড়েনি।

উত্তরায় গার্ডার পড়ে মৃত্যুর জন্য ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট পিডিসহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেনো সরকার, প্রশ্ন রাখেন মির্জা ফখরুল।

শেয়ার করতে ক্লিক করুন