‘ডেঙ্গু প্রতিরোধে সিঙ্গাপুর, মালয়েশিয়ার তুলনায় আমরা ভালো আছি’

538
শেয়ার করতে ক্লিক করুন

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, গত কয়েক বছরে ডেঙ্গু প্রতিরোধে সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ সমসাময়িক দেশগুলোর তুলনায় আমরা ভালো আছি।

বৃহস্পতিবার ( ১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ওইসব দেশের তুলনায় দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হারও অনেক কম। ডেঙ্গু নিধনে সরকারের নেয়া সফল কার্যক্রমে, জনসচেতনতা বাড়ার ফলেই ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৫১ জন। দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৩৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৯ হাজার ৮৩৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮ হাজার ৫৪৭ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে মারা যান ১০৫ জন।

শেয়ার করতে ক্লিক করুন