মিয়ানমারের সঙ্গে যুদ্ধ চায় না বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

858
শেয়ার করতে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না। তাই সীমান্তে মিয়ানমারের মর্টার শেল ছোড়ার বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করা হবে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী। মিয়ানমারের সঙ্গে কোনো ধরনের যুদ্ধে জড়াতে চাই না আমরা। প্রয়োজনে এ নিয়ে জাতিসংঘে অভিযোগ দেয়া হবে।

এদিন সকালেও বান্দরবানের তুমব্রু সীমান্তে গোলাগুলির খবর পাওয়া গেছে। এ ঘটনা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের সীমান্তে মর্টার শেল হামলায় অন্তত একজন নিহত হন। আর আহত হন অন্তত ৪ জন। এরপর থেকে ঘুমধুম সীমান্তে থম থমে অবস্থা বিরাজ করছে।

গত কয়েক দিন ধরেই সীমান্তে উত্তেজনা বিরাজমান। মাঝে মাঝেই মিয়ানমার থেকে মর্টার শেল ও গোলা বাংলাদেশ সীমান্তে এসে পড়ছে।

শেয়ার করতে ক্লিক করুন