যুবদলকর্মী শাওনের কথা স্মরণ করে কেঁদেই ফেললেন মির্জা ফখরুল

701
শেয়ার করতে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মাথায় আঘাত পেয়ে নিহত যুবদলকর্মীর নেতা শাওনের কথা স্মরণ করে কাঁদলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি শাওনের কীভাবে মৃত্যু হয়েছে সে বিষয়টি তুলে ধরেন। মির্জা ফখরুল শাওনের মৃত্যুর সনদ দেখিয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, পুলিশের গুলিতে মাথার খুলিতে মারাত্মক পেয়ে শাওনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাড়ে বারোটার দিকে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, আজ সরকার মার্কিনীদের কাছে গিয়ে বলছেন যুদ্ধ চাই না, নিষেধাজ্ঞা চাই না। পৃথিবীতে কেউই চায় না যুদ্ধ-নিষেধাজ্ঞা। কিন্তু তার মুখে এটা মানায় না তখন তিনি নিজের দেশে এই হত্যার সঙ্গে জড়িত।

ফখরুল বলেন, আমাদের প্রায় ৬’শ নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে। হাজার হাজার নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে। এই সরকারের অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে এক সময়ে অপরাধ দমনে সুনাম কুড়ানো এলিট ফোর্স নিষেধাজ্ঞার কবলে পড়েছে।

শেয়ার করতে ক্লিক করুন