‘মানবাধিকারের কথা বলা দেশ কীভাবে বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দেয়’

1040
PM-Sheikh-Hasina
শেয়ার করতে ক্লিক করুন

মানবাধিকারের কথা বলা দেশ বঙ্গবন্ধুর খুনিদের কীভাবে আশ্রয় দেয়। যুক্তরাষ্ট্রের প্রতি এমন প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওয়াশিংটন ডিসিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশিদের কাছে দেশের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে। একইসাথে বিএনপি সরকারের দুর্নীতি, অনিয়ম ও নৃশংসতার কথাও জানাতে হবে তাদের। কারণ, দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো বিএনপি’র এখন প্রধান কাজ।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে এবং দীর্ঘ সময় ধরে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় থাকায় উন্নত দেশের মর্যাদা পেতে যাচ্ছে। তিনি আরও বলেন, আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একত্রে কাজ করে যাচ্ছি।

এ সময় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মাতৃভূমিতে বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, নিউইর্য়কে ইউএনজিএ’র ৭৭তম অধিবেশন ও উচ্চ পর্যায়ের অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণের পর প্রধানমন্ত্রী বর্তমানে ওয়াশিংটন ডিসিতে রয়েছেন। প্রধানমন্ত্রী আগামী ৪ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

শেয়ার করতে ক্লিক করুন