হাটহাজারীতে ভূমিদস্যুদের হামলায় আহত ৫

1019
শেয়ার করতে ক্লিক করুন

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম হাটহাজারী দক্ষিণ মাদার্শা এলাকায় ভূমিদস্যুদের হামলায় আহত হয়েছে ৫ জন। আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণ মাদার্শা ইউনিয়নে সি ওয়ার্ডে জমি দখলকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে ইউনুছ, শাহাজাহান, রাসেল, ফারুকসহ প্রায় ৩০ থেকে ৩৫ জন এসে জমিতে বালি ভরাট ও সীমানা পিলার দেয়ার চেষ্টা করে। এতে জমির প্রকৃত মালিক ও স্থানীরা বাঁধা দিলে সন্ত্রাসীরা এদের উপর হামলা করে। এসময় মানিক ও শফি গুরুতর জখম হয়। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নেন।

হামলাকারীদের হাত থেকে মহিলারা রক্ষা পাননি বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি মেম্বার। ইউনুছ- শাহাজাহান গংরা দীর্ঘদিন ধরে জমি দখল ও চাঁদাবাজি করছে বলে জানায় ঐ ইউপি সদস্য।

এই বিষয়ে হাটহাজারী ফুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব রহমান বলেন,হামলার ঘটনায় একটি অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা, শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করবো ঘটনার সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

শেয়ার করতে ক্লিক করুন