‘ব্যক্তিগত আক্রমণ করলে পরে সামাল দিতে পারবেন না’

496
শেয়ার করতে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সতর্ক করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্যক্তিগত আক্রমণ করলে পরে সামাল দিতে পারবেন না, কাউকে ছেড়ে কথা বলবো না।

রোববার (৩০ অক্টোবর) রাজধানীর নয়া পল্টনে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদের আপত্তিকর কথা বলছেন। যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আমি নাকি দুবাই থেকে টাকা পাই। আমি নাকি টাকার উপরে শুয়ে আছি। আমরা পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি। বেশি ঘাঁটাবেন না কেঁচো বেরিয়ে আসবে। আমরাও জানি আপনারা কি করেন। দেশের মানুষও জানে। একেকজন আঙ্গুল ফুলে কলা গাছ। ওবায়দুল কাদের অশালীন কথা বলেছেন। ব্যক্তিগত আক্রমণ করবেন না। আমরা শুরু করলে কেউ বাদ যাবেন না।

তিনি বলেন, ভয়ংকর অবস্থায় দেশ। আবারও তলাবিহীন ঝুড়ি বানাচ্ছে সরকার। দুর্নীতি করে দেশকে শেষ করে দিয়েছে।

তিনি আরও বলেন, দেশে নিরব দুর্ভিক্ষ চলছে। অর্থনীতিকে ভাগাড়ে নিয়ে গেছে। দেশে গণতন্ত্র নেই। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। জাতিকে বোকা বানিয়ে ক্ষমতায় টিকে আছে তারা।

শেয়ার করতে ক্লিক করুন