শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কেনেডি পরিবার সৌজন্য সাক্ষাৎ

828
শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কেনেডি পরিবার
শেয়ার করতে ক্লিক করুন

ঢাকা সফরের দ্বিতীয় দিন সকালে রোববার (৩০ অক্টোবর) কেনেডি পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এরপর ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তারা।

এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ধানমন্ডির ৩২ নম্বর পুরোটা ঘুরে ঘুরে দেখেন কেনেডি পরিবারের সদস্যরা। সেখানে থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে যাওয়ার কথা রয়েছে তাদের।

এর আগে শনিবার (২৯ অক্টোবর) ৮ দিনের সফরে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় আসেন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির ছেলে এবং প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাগ্নে এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র।

জানা যায়, এক সপ্তাহের সফরে এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র এবং তার পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।

শেয়ার করতে ক্লিক করুন