৫০ বছর পর ফের নাসার চন্দ্রাভিযান, সফল পরীক্ষামূলক উড্ডয়ন

698
৫০ বছর পর ফের নাসার চন্দ্রাভিযান, সফল পরীক্ষামূলক উড্ডয়ন
শেয়ার করতে ক্লিক করুন

দীর্ঘ ৫০ বছর পরে নভোচারীদের চাঁদে পাঠাতে চায় ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। এজন্য এসএলএস রকেট ও ওরিয়ন স্পেস ক্র্যাফটের কার্যক্ষমতা ও নির্ভরযোগ্যতা যাচাইয়ের উদ্দেশে মহাকাশে যাচ্ছে মিশন আর্টেমিস ওয়ান।

বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৭ মিনিটে উৎক্ষেপণ করা হয় মিশন আর্টেমিস ওয়ান। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চপ্যাড ৩৯বি থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।

নাসার এই মিশনের স্থায়িত্ব অন্তত ২৫ দিন ১১ ঘণ্টা ৩৬ মিনিট। রকেটটির গন্তব্য চাঁদের ‘ডিস্ট্যাস্ট রেট্রোগেড অরবিট (ডিআরও)’। আর্টেমিস ওয়ান প্রায় ২১ লাখ কিলোমিটার পথ পাড়ি দেবে।

রকেটটি ফেরার সম্ভাব্য তারিখ চলতি বছরের আগামী ১১ ডিসেম্বর। এটি অবস্থান করবে প্রশান্ত মহাসাগরের স্যান ফ্রান্সিসকো উপকূলে। ফেরার সময় সম্ভাব্য গতি থাকবে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ হাজার কিলোমিটার।

আর্টেমিস ওয়ান মিশনের লঞ্চ ডিরেক্টর চার্লি-ব্ল্যাকওয়েল থম্পসন উৎক্ষেপণ সফল করার জন্য সংস্থাটির পুরনো প্রথা মেনে নিজের টাই কেটেছেন। এটি মহাকাশের উদ্দেশে ১৪ হাজার মাইলের বেশি গতিতে ছুঁটছে ওরিয়ন স্পেস ক্র্যাফট।

শেয়ার করতে ক্লিক করুন