তিন ফসলি জমিতে স্থাপনা নয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা

480
শেয়ার করতে ক্লিক করুন

তিন ফসলি জমিতে যে কোন সরকারী ও বেসরকারি উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ না দিতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রিসভার বৈঠকের পর বিকেলে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী নির্ধারিত এজেন্ডার বাইরেও একটা বিশেষ নির্দেশনা দিয়েছেন। মন্ত্রণালয় বা অধিদপ্তর, বা সংস্থার ক্ষেত্রে তিন ফসলি জমিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বা স্থাপনা তৈরির কাজে ব্যবহৃত করা হচ্ছে বলে আবেদন পাওয়া যাচ্ছে। সোলার প্যানেল থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা, ভবন তৈরি করার প্রস্তাব বিভিন্ন মন্ত্রণালয় দিয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন—কোনো তিন ফসলি জমি নষ্ট করা যাবে না। সেখানে কোনো প্রকল্প নেওয়া যাবে না। এটি আমাদের সংরক্ষণ করতে হবে। এটা এখন থেকে নিয়মিতভাবে তদারকি করা হবে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে চিঠি দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এদিকে মন্ত্রিসভায় চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলে ২০ হাজার টাকা জরিমানা এবং ভেজাল ও নকল ওষুধ তৈরি করলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে ‘ঔষধ আইন ২০২২’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এছাড়া মন্ত্রিসভায় কপিরাইট আইন ২০২২ এরও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

শেয়ার করতে ক্লিক করুন