ভূমিকম্পে ভাঙল ২২০০ বছর আগে নির্মিত তুরস্কের গাজিয়ান্তেপ দুর্গ

493
শেয়ার করতে ক্লিক করুন

তুরস্ক ও সিরিয়াতে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যয় সৃষ্টি হয়েছে। সোমবার ভোর রাতে আঘাত হানা ৭.৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বেশকিছু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। এ ভূমিকম্পে তুরস্কে নির্মিত ঐতিহাসিক গাজিয়ান্তেপ দুর্গ ভেঙে গেছে। ২ হাজার ২’শ বছর আগে নির্মাণ করা হয় এটি।

প্রতি বছর এ দুর্গ দেখতে হাজার হাজার পর্যটক তুরস্কে ভ্রমণ করে থাকেন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে, ‘কেন্দ্রীয় শাহিনবে জেলার ঐতিহাসিক গাজিয়ান্তেপ দুর্গের পূর্ব, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব অংশের কিছু অংশ ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে, ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে পড়েছিল।’

প্রাসাদের চারপাশের লোহার রেলিংগুলো আশেপাশের ফুটপাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। দুর্গের পাশের রিটেইনিং ওয়ালও ভেঙে পড়েছে। এছাড়া দুর্গের বিভিন্ন অংশ ফটল ধরেছে।

ঐতিহাসিক সিরভানি মসজিদের গম্বুজ এবং পূর্ব প্রাচীর, যা দুর্গের পাশে অবস্থিত। বলা হয় ১৭ শতকে এটি নির্মিত হয়। ভূমিকম্পে এটিও আংশিকভাবে ভেঙে পড়েছে।

প্রত্নতাত্ত্বিক খননকার্য অনুসারে, প্রাসাদটি রোমান যুগে দ্বিতীয় এবং তৃতীয় শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি প্রসারিত করা হয়।

শেয়ার করতে ক্লিক করুন