পিলখানা ট্র্যাজেডি: ১৪ বছরেও মামলার আপিল নিষ্পত্তি হয়নি

477
শেয়ার করতে ক্লিক করুন

১৯৭৫-এর পর, বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ডগুলোর অন্যতম ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি, বিডিআর বিদ্রোহ। স্বজাতির ওপর এমন নারকীয় আচরণ বিশ্বের ইতিহাসে বিরল। বিডিআর বিদ্রোহের ১৪ বছর পার হলেও শেষ হয়নি বহুল আলোচিত এই হত্যা মামলার আপিল শুনানি।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দেশের আধাসামরিক বাহিনীর ইতিহাসে ঘটে সবচেয়ে ভয়াবহ, মর্মান্তিক ঘটনা। বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় মারা যান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। টানা ৩৬ ঘণ্টা ধরে চলে নৃশংস হত্যাযজ্ঞ।

ঘটনার ৪ বছর পর, ২০১৩ সালের ৫ নভেম্বর হত্যা মামলায় রায় ঘোষণা করে বিচারিক আদালত। মামলায় ৮৫০ আসামির মধ্যে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

মামলায় বেকসুর খালাস পান ২৭৮ জন। বাকি ৪ আসামি রায়ের ঘোষণার আগেই মারা যান। আর রায় ঘোষণার পর মারা যান আরও ১১ আসামি।

তবে, বিডিআর বিদ্রোহের ১৪ বছর পরও মামলার আপিল শুনানি শেষ হয়নি। এ নিয়ে হতাশ স্বজনদের আশা, দ্রুতই আপিল নিস্পত্তি শেষে রায় কার্যকর হবে।

শেয়ার করতে ক্লিক করুন