দুর্যোগ মোকাবিলায় পূর্ণ সক্ষমতা তৈরি হয়েছে দেশের: এনামুর রহমান

996
শেয়ার করতে ক্লিক করুন

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, সব ধরনের দুর্যোগ মোকাবিলায় পূর্ণ সক্ষমতা তৈরি হয়েছে বাংলাদেশের।

শুক্রবার (১০ মার্চ) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে দুর্যোগ প্রস্তুতি দিবসের অনুষ্ঠানে তিনি এসব বলেন।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেন, শুধু দেশের নয়, দেশের বাইরেও দুর্যোগকালীন সহায়তার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রয়েছে দেশ।

এনামুর রহমান জানান, ২০৭১ সালের মধ্যে বাংলাদেশকে পুরোপুরি ভূমিকম্প সহনীয় করে গড়ে তুলতে জাইকার সঙ্গে যৌথভাবে কাজ করছে সরকার। আর এ জন্য পুরোনো ভবনগুলোয় ভূকম্পনের সহনীয় মাত্রা পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম চলছে।

সেই সঙ্গে তিনি জানান, বজ্রপাতে মৃত্যু শূন্যতে নামিয়ে আনতে চায় দুর্যোগ মন্ত্রণালয়। সেজন্য বজ্রপাতের ৪০ মিনিট আগে পূর্বাভাস ব্যবস্থা চালু করতে ৮৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।

শেয়ার করতে ক্লিক করুন