২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ইস্যুতে সাম্প্রতিক এক জরিপে জো বাইডেনের চেয়ে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জরিপে অংশ নেওয়া ৪৪ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা ট্রাম্পকে ভোট দেবেন। অন্যদিকে, বাইডেনকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ৩৮ শতাংশ ভোটার।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের যৌথ জরিপে এই তথ্য উঠে এসেছে।
গেল মাসে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মাধ্যমে শুরু হয় তার নির্বাচনী প্রচারণা।
তবে ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, বাইডেনের অ্যাপ্রোভাল রেটিং বা গ্রহণযোগ্যতা কমে দাঁড়িয়েছে ৩৬ শতাংশে। অথচ গত ফেব্রুয়ারিতে এই হার ছিল ৪২ শতাংশ।
তাছাড়া, জরিপে ৮০ বছর বয়সী বাইডেনের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের বিষয়টিও উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৬৩ শতাংশ মার্কিন ভোটার মনে করেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে বাইডেনের মানসিক সামর্থ্যের ঘাটতি রয়েছে। বাইডেন শারীরিকভাবে দুর্বল বলে মনে করেন ৬২ শতাংশ ভোটার।
এদিকে ৫৪ ভাগ ভোটার মনে করেন, মার্কিন অর্থনীতি পরিচালনার জন্য বাইডেনের চেয়ে ভালো কাজ করেছেন ট্রাম্প। আর ৩৬ শতাংশ ভোটার মনে করেন, দেশের অর্থনীতি ভালোভাবে পরিচালনা করেছেন বাইডেন।
তবে ২০২০ সালের নির্বাচনে জালিয়াতি ও ক্যাপিটল হিলে হামলার অভিযোগ এবং সরকারি নথির অপব্যবহার ইস্যুতে ট্রাম্পের বিচার দাবি করেছেন ৫৬ শতাংশ ভোটার।
গত বছরের নভেম্বরে নির্বাচনী প্রচারণা শুরু করলেও এখনো রিপাবলিকান পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন পাননি ট্রাম্প।