রংপুর ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি অনুমোদন রওশনপন্থিদের

10
শেয়ার করতে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ সংসদ নির্বাচনের বাকি সাত মাস। ওই নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে রাজনৈতিক উত্তাপ থাকলেও এরইমধ্যে ছোট বড় সব দলই সাংগঠনিক মাঠ গোছাতে শুরু করেছে। এরই অংশ হিসেবে জাতীয় পার্টির (জাপা) রংপুর ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি অনুমোদন দিয়েছেন সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ও দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বেগম রওশন এরশাদ। এছাড়া দশম জাতীয় সম্মেলন প্রস্তুতির কেন্দ্রীয় কমিটিতে আরো ৪ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রওশন এরশাদের নির্দেশনায় (শনিবার ২০ মে) নতুন এই বিভাগীয় কমিটি ও কেন্দ্রীয় কমিটির বর্ধিত অংশ অনুমোদন দিয়েছেন দশম সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্ এবং বিরোধী দলীয় নেতার মূখপাত্র ও বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক কাজী মামুনূর রশীদ।
সম্মেলন প্রস্তুতি কমিটির ৪ সদস্য হলেন- অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, সৈয়দ মোকাব্বের ও আব্দুল আজিজ (ব্রাহ্মণবাড়িয়া) এবং ইঞ্জিনিয়ার সাজিউল ইসলাম রকি (দিনাজপুর)।

রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির সমন্বয়ক দায়িত্ব দেয়া হয়েছে সাবেক এমপি ফখরুজ্জামান জাহাঙ্গীরকে। কমিটির ১০ সদস্য হলেন- সংসদের বিরোধী চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সাবেক এমপি ওয়াহিদুজ্জামান সরকার বাদশা, সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, অধ্যক্ষ মাহবুবুল আলম মিঠু, অধ্যক্ষ আসাদুজ্জামান চৌধুরী সাবলু, ড. আব্দুল্লাহ আল নাছের, ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার, এজাজ আহম্মেদ খান , ইঞ্জিনিয়ার সাজিউল ইসলাম রকি ও মনজুরুল হক সাচ্চা।

অন্যদিকে খুলনা বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির সমন্বয়ক হলেন সাবেক এমপি আব্দুল গাফফার বিশ্বাস। কমিটির সদস্যরা হলেন- অ্যাড. মাহবুবুল আলম বাচ্চু, মোল্যা শওকত হোসেন বাবুল, অ্যাড. আকরাম হোসেন, এডভোকেট রতন কুমার মিত্র, মিজানুর রহমান মিজান, সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ, অ্যাড.সাজ্জাদ হোসেন, আলমগীর সিকদার, মনিরুল ইসলাম ঝন্টু ও অ্যাড.মাসুদুর রহমান।

এছাড়া সিলেট (অতিরিক্তি সংযুক্ত জেলা- ব্রাক্ষ্মণবাড়িয়া) বিভাগের সাংগঠনিক সমন্বয় কমিটিতে আরো দু’জনকে সদস্য করা হয়েছে। এরা হলেন মো. ফিরোজ খাঁন, সোলায়মান মজুমদার।

এতে আরো জানানো হয়, কমিটি গঠনের দ্রুততম সময়ের মধ্যে সাংগঠনিক তৎপরতা শুরুর নির্দেশনা জারি করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হয়েছে।

এছাড়া শিগগিরই বরিশাল বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ, এর আগে গেল ৭ মে প্রথম দফায় তিনটি বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি গঠন করা হয়। দ্বিতীয় দফায় ৯ মে রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে মাঠে নেমেছে জাতীয় পার্টি।

শেয়ার করতে ক্লিক করুন