নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি নিয়েছে। শনিবার এক তথ্যবিবরণীতে জানানো হয়, বিদেশে বাংলাদেশ মিশনগুলো জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে গ্রাফিতির বই, পোস্টার, চলচ্চিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজন করা হবে দোয়া মাহফিল ও আলোচনা সভা। আগস্টের প্রথম সপ্তাহে রাজধানীর তথ্য ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এছাড়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন পত্রিকায় জুলাই গণঅভ্যুত্থানের ওপর বিশেষ ফিচার, নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশিত হবে। সেই সঙ্গে, গণঅভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে দেশব্যাপী বিলবোর্ড স্থাপন, পোস্টার ও ফেস্টুন মুদ্রণ ও বিতরণ করা হবে। তথ্য ভবনে জুলাই গণঅভ্যুত্থানের ওপর রচিত গ্রন্থগুলো প্রদর্শনের জন্য প্রকাশনা উৎসবের আয়োজন করা হবে। ৫ জুলাই বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘শ্রাবণ বিদ্রোহ’র প্রিমিয়ার প্রদর্শনী এবং একইসঙ্গে জেলা তথ্য অফিসগুলোর মাধ্যমে সারাদেশে ‘শ্রাবণ বিদ্রোহ’ চলচ্চিত্রটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে।
তথ্যবিবরণীতে জানানো হয়, সারাদেশে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রগুলো ধারাবাহিকভাবে প্রদর্শন করা হবে। এছাড়া, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। মন্ত্রণালয়ের নেওয়া কর্মসূচি অনুযায়ী, তথ্য ভবন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও ঢাকাস্থ বিশ্ববিদ্যালয়গুলোতে জুলাই গণঅভ্যুত্থানের ধারণ করা আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা, বিশেষ অনুদান ও উপহার প্রদান করা হবে। এছাড়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে বর্ষপূর্তিতে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।