বিশেষ প্রতিনিধ :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে দুর্নীতি, চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্যে সাধারণ সেবা গ্রহীতারা নাভিশ্বাস নিচ্ছেন। সরকারি এই গুরুত্বপূর্ণ দপ্তরটি এখন দালাল ও দুর্নীতিবাজদের আবাসস্থল হিসেবে পরিণত হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন।
অভিযোগ রয়েছে, সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকার দলিল লেখকদের সহযোগিতায় সরকারি ফিসের বাইরে লক্ষ লক্ষ টাকা অতিরিক্ত আদায় করছেন। সরকারি নিয়ম অনুযায়ী হেবা দলিলের ফিস ৭৮০ টাকা এবং কবলা দলিলের ফিস ৩৮০ টাকা হলেও, এখানে হেবা দলিলের জন্য ৩২২০ টাকা এবং কবলা দলিলের জন্য ৩১২০ টাকা আদায় করা হচ্ছে। এছাড়া বিভিন্ন নামে অতিরিক্ত ফিস চাপানো হচ্ছে, যেমন জমির শ্রেণী না থাকলে ২ শতাংশ, বন্টন নামা দলিলে ১ শতাংশ, এক দলিলে দুটি মৌজা থাকলে ২০ হাজার টাকা, ওয়ারিশ সূত্রে ২০ হাজার টাকা এবং জাতীয় পরিচয় পত্রের নামে সমস্যার কারণে ৭ হাজার টাকা।
তবে সবচেয়ে বড় অভিযোগ সাব-রেজিস্ট্রারের ব্যক্তিগত কক্ষে (খাস কামরা) দলিল করার নামে প্রতি দলিলে অতিরিক্ত ৫ হাজার টাকা নেয়া হয়, যা মোট দলিলের ৮০ শতাংশই এই প্রক্রিয়ায় করা হয়। পাশাপাশি পে-অর্ডারের নামে দুর্নীতির আরেকটি দফাও চলছে বলে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী অভিযোগ পেয়েও তদারকি করতে না পারায় উদ্বিগ্ন। তিনি জানিয়েছেন, “দুর্নীতির এ মাত্রা আমি ভাবতেও পারিনি। আগামী দিনে আমি নিজে সরাসরি উপস্থিত থেকে কঠোর ব্যবস্থা নেব।”
স্থানীয় সচেতন মহল দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতির বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে। এই সাব রেজিস্ট্রার বোরহান উদ্দিন ঘুষ বানিজ্য করে রাজধানীর শ্যামলী স্কয়ারের বিপরীতে আলবি জেনারেল স্টোরের পিছনে শ্যামলীবাগের ৩ নম্বর রোডের একটি বহুতল আলিশান বাড়ি। ‘লায়লা বাছেত ক্যাসল’ নামের বাড়িটির নম্বর ২৭/ক। বাড়িটিতে আটটি ফ্ল্যাট আছে একজন সাব-রেজিস্ট্রারের স্ত্রীর নামে। ফ্ল্যাটগুলো হলো-১/এ, ২/এ, বি, সি, ৩/এ, বি, সি, ৪/বি। খোজ নিয়ে জানা যায় এই ৮টি ফ্ল্যাটের মালিক দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকার তার স্ত্রী নাসরিন হকের নামে ক্রয় করেছেন। তার শশুড় বাড়ি টাঙ্গাইলে তার শালী ও শ্যালকের নামে বেনামে করেছেন আরো অবৈধ সম্পদ। এই অবৈধ সম্পদে কারণে দুদুকে অভিযোগ হয় ২ বছরে বেশি সময় ধরে চলছে তদন্ত যা আজও আলোর মুখ দেখেনি





