গুলশান সাব রেজিস্ট্রি অফিসে আতঙ্কের নাম নকল নবীশ গিয়াস

19
শেয়ার করতে ক্লিক করুন

আমিনুর ইসলাম :
তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সের অন্যতম একটি অফিস হচ্ছে গুলশান সাব রেজিস্ট্রি অফিস যা ঢাকার বিত্তবানদের এলাকা বললেই চলে। যেখানে আনাগোনা ঢাকার শিল্পপতি থেকে শুরু করে ব্যবসায়ীদের। গুলশান সাব রেজিস্ট্রি অফিসে গড়ে প্রতিদিন দলিল হয়ে থাকে প্রায় ১০০। এখনে প্রতিদিন হাজারো মানুষের ঢল।

৫ই আগষ্ট পট পরিবর্তন হওয়ার সাথে সাথে বদলে যায় গুলশান সাব রেজিস্ট্রি অফিসের নিয়ন্ত্রণ। পট পরিবর্তন হওয়ার সাথে সাথেই বিএনপির নাম ভাঙ্গিয়ে গুলশান সাব রেজিস্ট্রি অফিসের নিয়ন্ত্রণ নিয়ে নকল নবীশ গিয়াস উদ্দিন শুরু করে দেন তার অবৈধ সাম্রাজ্য।

নকল নবীশরা ৩য় শ্রেণী কর্মচারী হয়েও ক্ষমতা দেখান মন্ত্রীর চেয়েও বেশি। গুলশান সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক, উমেদার ও সাব রেজিস্ট্রারসহ সকল কর্মচারী আতঙ্কে থাকেন সবসময় নকলনবীশ গিয়াসের কারনে যেকোন দলিল লেখক দলিল করতে এলে সরকারি ফির বাইরে গিয়াস উদ্দিন কে ৫ শতাংশ কমিশন দিতে হয়। যদি এই কমিশন দিতে নারাজ হন তাহলে দলিলে ভুল ধরে ক্রেতা, বিক্রেতা ও দলিল লেখককে হেনস্ত করে তার ৫ শতাংশ কমিশনের চেয়ে বাড়িয়ে ১০ শতাংশ কমিশনের বেশি টাকা দিতে হয় নকল নবীশ গিয়াস উদ্দিনকে ।

গুলশান সাব রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক অভিযোগ করে বলেন এই নকল নবীশ গিয়াস উদ্দিন প্রতিদিন রাতে আনন্দময় সময় কাটান ঢাকার বৃহত্তর বারগুলোতে অর্থাৎ বুঝতে বাকি রইলো না মদ্য পানে মুগ্ধ থাকেন এই দুর্নীতিবাজ নকল নবীশ গিয়াস।

নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে আইন -মন্ত্রণালয়, নিবন্ধন অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন (দুদক) রয়েছে অভিযোগের পাহাড়। কিন্তুু আজও পর্যন্ত এই অভিযোগ গুলো কোন আলোর মুখ দেখেনি।

শেয়ার করতে ক্লিক করুন