ময়মনসিংহ জেলা রেজিস্ট্রার পথিক সাহা প্রতিদিন হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা

30
শেয়ার করতে ক্লিক করুন

ময়মনসিংহ প্রতিবেদক :
ময়মনসিংহের জেলা রেজিস্ট্রার ও কিশোরগঞ্জের জেলার অতিরিক্ত দায়িত্ব থাকা জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা অফিস দুটিকে দুর্নীতি আখরায় পরিণত করেছেন। তার দুর্নীতি ও মাসোহারা যোগাতে ২টি জেলার সাব রেজিস্ট্রার, সহকারী, মোহরার, পিয়ন ও কাজী রেজিস্ট্রাররা অতিষ্ঠ হয়ে উঠেছেন।

দুর্নীতি দমন কমিশনে দাখিল করা এক অভিযোগ সূত্রে জানা গেছে, শীর্ষ দুর্নীতিবাজ জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা ময়মনসিংহের যোগদান করেই মহামান্য রাষ্ট্রপতি এবং নিবন্ধন অধিদপ্তরে সাবেক এ আই জি আর সালাম আজাদের লোক পরিচয় দিয়ে সাব রেজিস্ট্রার ও অধিনস্ত কর্মচারীদের ডেকে দলিল প্রতি ৩০০ টাকা ও নকল প্রতি ২৫০ টাকা, অফিস অডিটে ২ থেকে ৩ লক্ষ টাকা। সারপ্রাইজ ভিজিটে ১ লক্ষ টাকা, সাব রেজিস্ট্রাদের অতিরিক্ত দায়িত্ব দিতে ৩ থেকে ৫ লক্ষ টাকা করে আদায় করেন।

সেই সাথে জেলার সকল কাজী রেজিস্ট্রারদের নিকট থেকে ১০ হাজার টাকা করে আদায় করে আসছেন।  সম্প্রতি তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর সাব রেজিস্ট্রি অফিসে অডিট করতে নেন ও ২ লক্ষ ৫০ হাজার টাকা।এছাড়া ২০২০-২১ অর্থ বছরে বরিশালে কর্মরত থাকাকালীন দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রার পথিক কুমার সাহা বিভিন্ন ফান্ডের সরকারি অর্থ ভুয়া ভাউচার দিয়ে আত্মসাৎ করেছেন বলেও ঐ অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগে আরো উল্লেখ আছে ময়মনসিংহের জেলার রেজিস্টার ঘুষের টাকায় গড়ে তুলেছেন ঢাকার বসুন্ধরা সিটি মার্কেটে স্বর্ণের দোকান, ধানমন্ডিতে ফ্ল্যাট, বসুন্ধরায় আবাসিকে বাড়ি ও বিদেশ সেকেন্ড হোম সহ নামে বেনামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।

শেয়ার করতে ক্লিক করুন