টাঙ্গাইল জেলা রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম প্রতিদিন হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা

26
শেয়ার করতে ক্লিক করুন

বিশেষ প্রতিবেদক :
দেশের শীর্ষ দুর্নীতিবাজদের মধ্যে অন্যতম জেলা রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম ঘুষ দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন টাঙ্গাইল জেলা কার্যালয়কে। দুর্নীতির বরপুত্র জেলা রেজিস্ট্রার যোগদান করার পরেই টাঙ্গাইলের সকল সাব রেজিস্ট্রারকে ডেকে মিটিং করে দলিল ও নকল প্রতি ঘুষের মাত্রা বাড়িয়েছেন কয়েক গুণ বেশি।

টাঙ্গাইল জেলায় ১১ টি সব রেজিস্ট্রি অফিস হতে দলিল প্রতি দলিল ৩০০ টাকা নকল প্রতি আদায় করেন ২৫০ টাকা হিসেবে। অফিস অডিটে নেন আড়াই লক্ষ টাকা। সারপ্রাইজ ভিজিট এ নেন পঞ্চাশ হাজার টাকা অফিস প্রতি। নিয়োগ বদলি পদোন্নতি ও প্রেষণে নফল নবিশদের বদলির জন্য নেন লাখ লাখ টাকা। নকল নবীশদের তালিকা ভুক্তির জন্যও নেন মোটা অংকের টাকা। জেলার সকল কাজীদের নিকট থেকে মাসোহারা ও অডিটের কথা বলে টাকা আদায় করে থাকেন।তিনি প্রতিমাসে ১০ দিন অফিস করেন বাকি সময় তার বন্ধু বান্ধবীদের নিয়ে ব্যস্ত থাকেন ঢাকা শহরে।

সপ্তাহে প্রতি সোমবার টাঙ্গাইল যান এবং বুধবারেই চলে আসেন ঢাকায়। নিয়মিত থাকেন না। অতি জরুরী প্রয়োজন হলে জেলা রেজিস্ট্রার টাঙ্গাইল থেকে ফাইল এনে মোহরারদের মাধ্যমে ঢাকায় বসে স্বাক্ষর করেন। প্রতি সপ্তাহে টাঙ্গাইলের প্রধান সহকারী রিনা খাতুন এর মাধ্যমে দলিল ও নকলের টাকা আদায় করে থাকেন। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রিনা খাতুন এর মাধ্যমে ১,১২,৫০০ টাকা জেলা রেজিস্ট্রার এর নামে আদায় করে থাকেন।

জেলার সকল খাত হতে প্রতিমাসে জেলা রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম মোটা অংকের টাকা আদায় করে থাকেন। কর্তৃপক্ষ মাসোহারা পেয়ে দেখেও না দেখার ভান করছেন। দুদকও কোন ব্যবস্থা এখনো নেয়নি।

শেয়ার করতে ক্লিক করুন