নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সদর রেকর্ড রুমে ঘুষ – দুর্নীতির সমারহ হয়ে উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ যে কোনো নকলের দলিল আনতে গেলে গুনতে হচ্ছে মোটা অংকের ঘুষ যা দিতে বাধ্য করছেন সদর রেকর্ড রুমের রেকর্ড কিপার
অঞ্জনা সেন।
অঞ্জনা সেন বিগত বিশ বছর ধরে একই জায়গায় একই টেবিলের রয়েছেন তার নেই কোন পরিবর্তন যেখানে ৩ বছরে পর বদলি হওয়ার কথা থাকলেও বদলি হননি অঞ্জনা সেন। এই রহস্য মূল কারন উঠে আছে তার বিরুদ্ধে হওয়া( দুর্নীতি দমন কমিশন-দুদকের) অভিযোগ হওয়ার সূএ থেকে।
এই অঞ্জনা সেন বিগত ১৭ বছর স্বৈরাচার সরকার আওয়ামী লীগ একজন কর্মী হিসেবে কাজ করেছেন। সেই দাপটে চট্টগ্রাম রেজিষ্ট্রেশন কমপ্লেক্সকে একক ভাবে জিম্মি করে প্রতিদিন হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ ঘুষের টাকা।
ঘুষের টাকা হাতিয়ে নেওয়ার জন্য এমন কোন অপরাধ ছাড় দেননি তিনি চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্সের রেকর্ড কিপার হিসেবে থেকে বালামে ঘষামাজা ও পৃষ্ঠা ছিড়ে ফেলার মত অবৈধ অপকর্ম করেছেন অঞ্জনা সেন যা আইনের দৃষ্টিতে জঘন্য অপরাধে লিপ্ত রয়েছেন তিনি।
তার এই ঘুষ – দুর্নীতি অবৈধ পন্থে কালো টাকা দিয়ে ইসকনের মত সন্ত্রাসী সংহঠন ও ৫ই আগস্ট বাংলাদেশে যে ছাএ হত্যা করেছে স্বৈরাচার সরকার আওয়ামী লীগ তাদের অর্থের যোগান দিয়েছেন এই অঞ্জনা সেন। সেই সাথে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড় ভারতে সল্ট লেকে রাজপ্রসাধের মত বাড়ি, কলকাতায় নিউমার্কেটে রয়েছে তার কয়েকটি দোকান যা অবৈধ কালো টাকা পাচার করে গড়ে তোলা। সেই সাথে বাংলাদেশে চট্টগ্রামের প্রাণ কেন্দ্র চকবাজারে রয়েছে বিলাশ বহুল বাড়ি, ফ্ল্যাট এবং অর্ধ কোটি টাকা দামের বিলাশ বহুল গাড়ি যা সম্পূর্ণ তার পরিবারের সদস্যরা ব্যবহার করে থাকেন।
এ অভিযোগ পএ সূত্রে আরও জানা যায় এ দুর্নীতিবাজ অঞ্জনা সেনের কবলে পড়ে প্রতিদিন নকল প্রতি সাধারণ জনগনকে দিতে হচ্ছে ৫ থেকে শুরু করে ৩০ হাজার টাকা। কোন কোন নকল প্রতি দিতে হয় ২/৩ লক্ষ টাকা। এ টাকা না দিলে বলেন বালাম বই খুজে পাওয়া যাচ্ছে না।
এ সকল বিষয়ে অঞ্জনা সেনের মুঠো ফোনে ফোন করলে তিনি বলে এ সব বিষয় মিথ্যা কিন্তুু বিগত বিশ বছর একই অফিসের থাকার কথা জানতে চাইলে অঞ্জনা সেন বলে সে খুব অসুস্থ সেই জন্য তিনি একই অফিসে রয়েছেন।
এখন প্রশ্ন হচ্ছে সরকারি দপ্তরে চাকরি করাকালীন কোন কেরানী কি অসুস্থতার সার্টিফিকেট দিয়ে এত বছর একই জায়গায় কর্মরত থাকতে পারেন?
২য় পর্বে পড়ুন তার আরও অনিয়মের খবর।





