স্টাফ রিপোর্টার :
ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হলেও এক ভুঁইফোড় নেতা একাধিক মামলার চলমান আসামী বাংলাদেশ কৃষকলীগের ঢাকা মহানগর উত্তর কমিটির যুগ্ম সাধারন সম্পাদক, সাবেক সভাপতি, গুলশান থানা কৃষক লীগ, ঢাকা মহানগর উত্তর, সাবেক সহ সভাপতি আওয়ামী যুবলীগ, বাড্ডা থানা ও সাবেক ১৪ নং লক্ষীপুর ইউনিয়ন আওয়ামীলীগ কমিটির সহ সভাপতি ইকবাল হোসেন ইবু ওরফে মাহমুদের হত্যা, চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকান্ড চলছে প্রশাসনের নাকের ডগায় উপরে বসে।
একাধিক মামলার আসামী ইকবাল হোসেন ইবু ওরফে মাহমুদ সাধারণ মানুষের কাঁছে চাঁদা দাবী করে। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে কয়েক লক্ষ টাকা ইতিমধ্যে হাতিয়ে নিয়েছে। ইকবাল হোসেন ইবু ওরফে মাহমুদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা রয়েছে মামলা নং-১১৭ ও একটি প্রতারনা মামলা রয়েছে। যার মামলা নং-৫৭/৬৬৭ । পল্টন মডেল থানায় একটি পর্নোগ্রাফী মামলা রয়েছে যার মামলা নং-০৫।
ইকবাল হোসেন ইবু ওরফে মাহমুদের মিরপুরে ফোর স্টার নামে কথিত গ্যাং সন্ত্রাসী গ্রুপ রয়েছে। এই সন্ত্রাসীরা মিরপুর-পল্লবী, গুলশান এবং কুমিল্লার লালমাই এলাকার নারী ও পুরুষ সমন্বয়ে এই সন্ত্রাসী গ্রুপ হত্যা, চাঁদাবাজী, সহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। এই সন্ত্রাসী গ্রুপ কখন ও পিলার ব্যবসায়ী সেজে কখনও ডিবি পরিচয়ে চাঁদাবাজী করে এবং পুলিশি লেটার হেডপ্যাড ব্যবহার করে সবাইকে হুমকি প্রদান করে।
ইকবাল হোসেন ইবু ওরফে মাহমুদ এর সন্ত্রাসী গ্রুপ ০৩-০১-২০২৬ ইং তারিখ শাহ আলম নামের এক ব্যবসায়ীর গুলশানের ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্রের মুখে জিম্মি করে দশ লক্ষ টাকা দাবী করে। ব্যবসায়ী এই সন্ত্রাসী ইকবাল হোসেন ইবু ওরফে মাহমুদকে টাকা না দেওয়ায় তার অফিস ভাঙচুর করে এবং ব্যবসায়ী আলমকে মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি প্রদর্শন করে।
এবিষয়ে শাহ আলম ব্যবসায়ী পুলিশ হেডকোয়াটার্স এর ডি.আই.জি অপারেশন বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করলে ও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এই সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেয়নি।




