বিশেষ প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের জেলা রেজিস্ট্রার মো নাজির আহমেদ রিপন যোগদান করে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল সাব রেজিস্ট্রি অফিসকে দুর্নীতি আখড়ায় পরিণত করেছেন। তার দুর্নীতি ও মাসোহারা যোগাতে সদর সাব রেজিস্ট্রার ছাদেকুর রহমান, সহকারী, মোহরার, পিয়ন ও কাজী রেজিস্ট্রাররা অতিষ্ঠ হয়ে উঠেছেন।
সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে দাখিল করা এক অভিযোগ সূত্রে জানা গেছে , জেলা রেজিস্ট্রার মো নাজির আহমেদ রিপন চাঁপাইনবাবগঞ্জ যোগদান করেই নিবন্ধন অধিদপ্তরে আই জি আর নাম ভাঙ্গিয়ে সাব রেজিস্ট্রার ও অধিনস্ত কর্মচারীদের ডেকে দলিল প্রতি ২০০টাকা ও নকল প্রতি ১৫০ টাকা, অফিস অডিটে ২ থেকে ৩ লক্ষ টাকা। সারপ্রাইজ ভিজিটে ৫০ হাজার টাকা, সাব রেজিস্ট্রাদের অতিরিক্ত দায়িত্ব দিতে ২ থেকে ২, ৫ ০ লক্ষ টাকা করে আদায় করেন। সেই সাথে জেলার সকল কাজী রেজিস্ট্রারদের নিকট থেকে ১০ হাজার টাকা করে আদায় করে আসছেন।
চাঁপাইনবাবগঞ্জের জেলা রেজিস্ট্রার মো নাজির আহমেদ রিপনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে ১৫ টার বেশি অভিযোগ তদন্তা দিন। এরপরও লাগামহীন দুর্নীতিতে শীর্ষে রয়েছেন তিনি। অভিযোগে আরো উল্লেখ আছে চাঁপাইনবাবগঞ্জের জেলার রেজিস্টার ঘুষের টাকায় গড়ে তুলেছেন লালবাগে বাড়ি,মোহাম্মদপুরের বাড়ি, ধানমন্ডিতে ফ্ল্যাট, ঢাকা নিউমার্কেটে ৫ টি দোকান, ইসলামপুরে কাপড়ের ব্যবসা, কেরানীগঞ্জ কালীগঞ্জে মার্কেট রয়েছে তার। এছাড়া দুবাইতে রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও সেকেন্ড হোম।




